ব্যাটসম্যানদের খেলা—আইপিএলের পিঠে এ তকমাই লেগে গেছে। পরিসংখ্যান দেখলেও এটাকেই মনে হবে স্বাভাবিক। সর্বশেষ আইপিএলে ওভারপ্রতি ইতিহাস সর্বোচ্চ ৯ রানের বেশি করে উঠেছে, ছক্কা হয়েছে আইপিএল ইতিহাসে সর্বোচ্চ ১২৬০টি, যা আগের সর্বোচ্চের চেয়ে ১৩৬টি বেশি। বোঝাই যাচ্ছে, টি–টোয়েন্টির এ টুর্নামেন্টটিতে ব্যাটসম্যানদের দাপট বাড়ছে।
আইপিএলের মাঠে ব্যাটসম্যানদের দাপট দিনকে দিন বাড়তে থাকলেও নিলামের টেবিলে বোলারদেরই রাজত্ব। প্রশ্ন হলো, নিলামে বোলারদের প্রতি, বিশেষ করে পেসারদের জন্য কোটি কোটি রুপি কেন খরচ করছে দলগুলো?